ক্ষমতায় টিকে থাকতে মিথ্যা মামলা দিয়ে ষড়যন্ত্র করছেন বাইডেন: ডোনাল্ড ট্রাম্প

|

রাজনৈতিক উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মিথ্যা মামলার ষড়যন্ত্র করছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালতে শুনানির একদিন পর ক্ষোভে ফেটে পড়েন তিনি। খবর বিবিসির।

শুক্রবার (৪ আগস্ট) রিপাবলিকান কর্মীদের এক আয়োজনে উপস্থিত হন তিনি। সেখানে দেয়া ভাষণে তার বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়ার তীব্র নিন্দা জানান ট্রাম্প। ২০২০ সালের নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার চেষ্টার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন তিনি।

এ সময় ট্রাম্প বলেন, এটা একটা হাস্যকর বিচার প্রক্রিয়া। এটা বৈধ মামলা নয়। ব্যর্থ ও কুটিল জো বাইডেন এবং তার কট্টর বামপন্থী গোষ্ঠী ক্ষমতা ধরে রাখতে মরিয়া হয়ে এই পদক্ষেপ নিয়েছে। টিকে থাকার জন্য যেকোনো কিছু করতে পারে তারা। আর আমরা তাদের পথের কাঁটা। তাই এমন কাজ করছে যা আগে কেউ কখনও করেনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply