রংপুরে জামায়াতের ঝটিকা মিছিল, আটক ৮

|

রংপুরে জামায়াত ইসলামের ঝটিকা মিছিল লাঠিপেটার মাধ্যমে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় আটক করা হয়েছে ৮ জনকে।

শনিবার (৫ আগস্ট) দুপুরে নেতাকর্মীদের মুক্তি দাবিতে, সিটি করপোরেশনের সামনে থেকে ঝটিকা মিছিল বের করে জামায়াত। সুপার মার্কেট মোড়ের ট্রাফিক বক্সের সামনে যাওয়ার পর পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে শুরু হয় লাঠিপেটা। এতে দিকবিদিক ছোটাছুটি শুরু করেন নেতাকর্মীরা। ছড়িয়ে পড়ে আতঙ্ক।

পুলিশের দাবি, অনুমতি না নিয়ে সহিংসতার উদ্দেশে মিছিলটি বের করা হয়েছিল। তাই সেটি ছত্রভঙ্গ কর দেয়া হয়েছে।

পরে এক বিবৃতিতে জামায়াত দাবি করেছে, সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতেই লাঠিপেটা করেছে পুলিশ। অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলেও দাবি জামায়াতের।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply