বিজেপির আমন্ত্রণে ভারত যাচ্ছে আ. লীগের প্রতিনিধি দল

|

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে দিল্লি সফরে যাচ্ছেন আওয়ামী লীগের ৫ সদস্যদের প্রতিনিধি দল। রোববার (৬ আগস্ট) তারা ঢাকা ছাড়বেন। সফর শেষে আগামী ৯ আগস্ট রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে তাদের।

প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কার্যনির্বাহী সদস্য সদস্য মেরিনা জাহান ও সংসদ সদস্য আরমা দত্ত।

জানা গেছে, প্রতিনিধি দলটি দিল্লিতে ভারত সরকার ও বিজেপির জ্যেষ্ঠ নেতাদের সাথে একাধিক বৈঠক করবেন।

এদিকে, আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দিল্লি সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সংক্রান্ত আমন্ত্রণ এরইমধ্যে জানিয়েছে নরেন্দ্র মোদির সরকার।

এছাড়া, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply