হাজারো বিক্ষোভকারীদের স্লোগানে মুখর তেল আবিবের রাজপথ

|

ইসরায়েলে বাড়ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধী ক্ষোভ। শনিবার (৫ আগস্ট) হাজার-হাজার বিক্ষোভকারী নামেন রাজপথে। খবর রয়টার্সের। খবর রয়টার্সের।

বিচার বিভাগীয় সংস্কার ঠেকাতে তাদের কণ্ঠে ছিলো জোরালো স্লোগান। শুধু তাই নয়, ১০০ ভাগ মিথ্যা অথবা নেতানিয়াহুর জন্য পুড়ছে ইসরায়েল, এমন ব্যানার বহন করেন তারা। রাজধানীর কাপলান চত্ত্বরে হাজির হন ১০ হাজারের মতো ইসরায়েলি।

তাছাড়া গুরুত্বপূর্ণ সব সড়কে করে অবরোধ। ৩১তম সপ্তাহের মতো ইসরায়েলে হলো এই বিক্ষোভ-সমাবেশ। পার্লামেন্টের দুই অধিবেশনে পাস হওয়া বিচার বিভাগীয় সংস্কার বৃহস্পতিবার থেকে খতিয়ে দেখছে সুপ্রিম কোর্ট। কট্টর ডানপন্থি সরকারের পরিকল্পনা, আইন পাসের মাধ্যমে আদালতের ক্ষমতা খর্ব করা। পাশাপাশি পার্লামেন্টের এখতিয়ার বৃদ্ধি। যে উদ্যোগ ঘিরে ছয় মাস যাবৎ উত্তাল ইসরায়েল।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply