বসের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে মধ্যরাতে মাতাল হয়ে টেক্সট পাঠিয়েছেন একজন কর্মী। ম্যাসেজে ভারতের একটি কোম্পানির ওই কর্মী তার বসকে জানান, তার (বস) মতো একজন ভালো ব্যবস্থাপক পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন তিনি। খবর এনডিটিভির।
শুক্রবার (৪ আগস্ট) রাতে ম্যাসেজ পাওয়ার পর সিদ্ধান্ত নামের ওই বস তাদের কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন, যা মুহূর্তেই হয়ে যায় ভাইরাল।
টুটয়ারে শেয়ার করা ওই স্ক্রিনশটে দেখা যায়, ওই কর্মী তার বসকে লিখেছেন, বস আমি মাতাল। কিন্তু আমি একটি কথা বলতে চাই। আমাকে কঠিনতর করার জন্য আপনাকে ধন্যবাদ। একটি ভালো কোম্পানি পাওয়ার চেয়ে একজন ভালো ব্যবস্থাপক পাওয়া অনেক বেশি জরুরি। তাই নিজের প্রশংসা করুন। বিদায়।
মজা করে ওই ব্যবস্থাপক পোস্টের ক্যাপশনে লেখেন, আপনারাও কি এমন ম্যাসেজ কখনও কোনো কর্মীর কাছ থেকে পেয়েছেন?
স্ক্রিনশট দেখে নেটিজেনরা নানা রকম মন্তব্য করতে থাকেন। বেশিরভাগ ব্যবহারকারী সেই কর্মীর প্রশংসা করতে থাকেন।
এটিএম/
Leave a reply