স্টাফ রিপোর্টার, মাদারীপুর:
মাদারীপুরের শিবচরে ৩৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। রোববার (৬ আগস্ট) বিকেলে আরিফ খান (২৮) নামক এই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আরিফসহ ২ মাদক ব্যবসায়ী একটি যাত্রাবাহী বাসে চড়ে চট্রগ্রাম থেকে বাগেরহাট যাচ্ছিল। এক্সপ্রেস হাইওয়েতে পুলিশি তল্লাশির খবর পেয়ে তারা শিবচর উপজেলার পাচ্চর নামক স্থানে নেমে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ গাঁজাসহ মাদক ব্যবসায়ী আরিফ খানকে গ্রেফতার করতে পারলেও তার সহযোগী পালিয়ে যায়।
সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান জানান, এ ব্যাপারে শিবচর থানায় মামলা হয়েছে। অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।
/এএম
Leave a reply