আজ ভারতীয় পার্লামেন্টে ফিরতে পারেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আইনপ্রণেতা হিসেবে পুনর্বহালের সব কাগজপত্র তোলা হবে লোকসভার অধিবেশনে। স্পিকারের সইয়ের পর তিনি ফেরত পাবেন সদস্যপদ। খবর রয়টার্সের।
প্রসঙ্গটি নিয়ে কংগ্রেসের পাশাপাশি আজ অধিবেশনে কথা বলবেন বিরোধী জোটের অন্যান্য শরিকরাও। কারণ, তাদের আশঙ্কা- স্পিকার ওম বিরলা নানা অজুহাতে এমপি হিসেবে রাহুলের পুনবর্হালের কাগজপত্রে সই করা থেকে বিরত থাকবেন।
‘মোদি পদবি’ মামলায় গেল শুক্রবার সুপ্রিম কোর্টে রেহাই পান রাহুল গান্ধী। কংগ্রেস নেতার সাজা স্থগিত রাখার নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। এরফলে তার লোকসভার সদস্যপদ ফেরত পাওয়ার পথ পরিষ্কার হলো। নির্বাচনেও লড়াই করতে পারবেন তিনি। আগামী শুক্রবার শেষ হচ্ছে লোকসভার বর্ষাকালীন অধিবেশন। এর আগেই স্পিকারের কাছ থেকে আদায় করতে হবে সম্মতি।
২০১৯ সালের নির্বাচনী প্রচারণায় রাহুল গান্ধী এক ভাষণে বলেন, সব মোদিই চোর। প্রধানমন্ত্রীকে টার্গেট করা হয়েছে, এমন অভিযোগে তার বিরুদ্ধে মানহানি মামলা করেন বিজেপির এক নেতা। সুরাট আদালতের তাকে ২ বছরের কারাদণ্ড দেন। যারফলে পার্লামেন্টের সদস্যপদ হারান রাহুল গান্ধী।
এটিএম/
Leave a reply