‘সরকারের ধারাবাহিকতা আছে বলেই উন্নয়ন হচ্ছে’

|

জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারছে বলেই রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে, আওয়ামী লীগ-বিএনপি দু’দলের প্রার্থীরাই জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী কার্যালয়ে দুই সিটির নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে এ মন্তব্য করেন শেখ হাসিনা।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দুই মেয়রকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর কাউন্সিলররা শপথ নেন স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জি. মোশাররফ হোসেনের কাছে।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের ধারাবাহিকতা আছে বলেই উন্নয়ন হচ্ছে। গণতান্ত্রিক ধারাবাহিকতা থাকলে একটি দেশ এগিয়ে যায় সেটি আজ প্রমাণিত। দেশের ভবিষ্যৎ উন্নয়ন নিশ্চিতে ডেল্টা প্ল্যান নেয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, পরবর্তী নির্বাচনে যে দলই জয়ী হোক, এ কর্মপরিকল্পনার ভিত্তিতেই দেশ এগিয়ে যাবে।

দুই সিটির মেয়র-কাউন্সিলরদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, জনগণ আপনাদের ভোট দিয়ে জয়ী করেছে। তাই জনগণের উন্নয়ন নিশ্চিতে সব ধরনের সহযোগিতা করবে সরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply