ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণ এশিয়ার দেশ নেপাল। চলতি মৌসুমের বন্যা ও ভূমিধসে ৩৮ জন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ আরও ৩৩ অধিবাসী। মঙ্গলবার (৮ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রয়টার্সের খবর।
একইদিন, নেপালের মধ্যাঞ্চলে ভূমিধসে প্রাণ হারান এক নারী। নিখোঁজ রয়েছে তার পরিবারের বাকি ৬ সদস্য। তাদের জীবিত উদ্ধারে চলছে অনুসন্ধান। এদিকে, বাগমতি, বিষ্ণুমতি ও সিন্ধুলি নদীর পানির উচ্চতা ছাড়িয়েছে বিপৎসীমা। নিরাপদ আশ্রয়ে সরে যাবার নির্দেশ দেয়া হয়েছে লাখো মানুষকে।
এরইমধ্যে, নদীগুলোর পানি উপচে পড়ে কাঠমান্ডু উপত্যকায় দেখা দিয়েছে বন্যা। ৪০ লাখ মানুষের বসবাস নেপালের রাজধানী ও আশপাশের এলাকায়। জলাবদ্ধতার কারণে অনেকেই পড়েছেন ভোগান্তিতে। শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে না- এমনটা আশঙ্কা প্রশাসনের। প্রতিবছর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারি বৃষ্টিপাত হয়, হিমালয় কন্যা নেপালে।
/আরআইএম
Leave a reply