স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুর গেছেন ওবায়দুল কাদের

|

ফাইল ছবি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিঙ্গাপুরে গেছেন।

বুধবার (৯ আগস্ট) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। নিয়মিত স্বাস্হ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি এই সফর করছেন।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১১ আগষ্ট সন্ধ্যায় তার দেশে ফেরার কথা রয়েছে।

২০১৯ সালে ওবায়দুল কাদেরের হৃদপিণ্ডে তিনটি ব্লক ধরা পড়ে। পরে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার বাইপাস সার্জারি করা হয়। এরপর থেকে নিয়মিত বিরতিতে তাকে সিঙ্গাপুরে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করতে হয়।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply