ফরিদপুরে বসতঘরে পাওয়া গেলো ২২ গোখরা

|

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালি উপজেলার গাড়াখোলায় একটি বাড়ি থেকে মাটি খুঁড়ে উদ্ধার করা হয়ছে গোখরা সাপের ২২টি বাচ্চা। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে বাসিন্দারা।

বুধবার (৯ আগস্ট) সকাল ১১টা থেকে প্রায় ঘন্টাখানেক সময় ধরে গাড়াখোলা এলাকার হাসান বিশ্বাসের বাড়ি থেকে বিষধর গোখরা সাপের এসব বাচ্চা উদ্ধার করা হয়। ২২টি বাচ্চার মধ্যে ৭টিকে জীবিত ধরা হয়। এছাড়া, গত কয়েকদিন ধরে মধুখালী উপজেলার মিটাইন, কামারখালী ও বাগাট এলাকার বিভিন্ন বাড়ি থেকে এ ধরনের প্রায় শতাধিক বিষধর গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।

হাসান বিশ্বাসের স্ত্রী রুবিয়া বেগম বলেন, মঙ্গলবার (৮ আগস্ট) বিছানা থেকে নামার সময় পায়ের কাছে একটি বড় গোখরা সাপ দেখতে পান তিনি। পরে ভয়ে ওই ঘরে আর কেউ যায়নি। সকাল হলে সাপুড়ে ডেকে মাটি খুঁড়ে সাত আটটি সাপের বাচ্চা পাওয়া যায়।

পৌর কাউন্সিলর আনিসুর রহমান লিটন জানান, সাপুড়ে এসে বিষধর গোখরা সাপের বাচ্চাগুলো উদ্ধার করে নিয়ে যায়। সাপ ধরা দেখতে আশপাশের লোকজন ওই বাড়িতে ভীড় জমায়।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply