ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্কে ব্যাপক গোলাবর্ষণ হয়েছে। এতে প্রাণহানি ঘটেছে অন্তত তিনজনের। এ হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। খবর রয়টার্সের।
মঙ্গলবারের (৮ আগস্ট) এ গোলাগুলির ঘটনা ঘটে। রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্কের মেয়র জানান, হামলায় একটি বাস স্টপ, একটি হাসপাতাল ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত চারটি শহরে হয়েছে গোলাবর্ষণ। আহত সাতজনের মধ্যে একজন শিশুও রয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
এদিকে এ হামলার দায় এখনও স্বীকার করেনি ইউক্রেন। ২০১৪ সাল থেকেই দোনেৎস্ক অঞ্চলটি রাশিয়ার দখলে রয়েছে।
এএআর/
Leave a reply