রাজশাহী ব্যুরো:
রাজশাহীর তানোরে সাপের ছোবলে তিথি খাতুন (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার সরনজাই ইউনিয়নের সিধাইড় সোনারপাড়া গ্রামের সোহাগ সোনারের মেয়ে।
বুধবার (৯ আগস্ট) দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর পরিবারের সদস্যরা জানায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘর ঝাড়ু দেয়ার পর বিশ্রাম করার জন্য শোবার ঘরে গিয়ে খাটে বসে শিশু তিথি। এ সময় তার ঝুলন্ত পায়ে বিষধর সাপ দংশন করে। এতে তিথি খাতুন অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে তার পরিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে সাপে কাটা রোগীর চিকিৎসার ব্যবস্থা না থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী শহরে নেয়ার পরামর্শ দেয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এএআর/
Leave a reply