স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:
গাজীপুরের টঙ্গীতে ট্রেনে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় পাথর দিয়ে ঢিল ছুড়ে যাত্রীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে তাদের মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে হামলাকারীরা।
বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রেলওয়ে জংশনের আউটার সিগনালে (টঙ্গীর তিস্তা গেট) এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী যাত্রীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি প্রায় ২০ মিনিট থামিয়ে রাখা হয়। এ সুযোগে হঠাৎ ট্রেন লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকে প্রায় ৩০-৪০ জন দুর্বৃত্ত। এ সময় আতঙ্কিত যাত্রীরা আত্মরক্ষার্থে ছুটাছুটি শুরু করেন, কেউ কেউ ট্রেনের মেঝেতে শুয়ে পড়েন। এতে অন্তত ১৩ জন আহত হয়।
রেলওয়ে স্টেশন এলাকার বাসিন্দা মো. বাচ্চু মিয়া বলেন, রাত ১১টার দিকে টঙ্গী স্টেশন এলাকায় এসে বিক্ষোভ করেন যাত্রীরা। পরে, স্টেশন মাস্টারের অফিস ও পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ করেন ট্রেনের যাত্রীরা।
এ প্রসঙ্গে টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা জানান, ৯৯৯ এ একজন যাত্রীর ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়, তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় আহতের সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।
এ বিষয়ে টঙ্গী রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. তৌহিদুল ইসলাম জানান, হঠাৎ বেশ কয়েকজন যাত্রী এসে আমাকে ঘিরে বিক্ষোভ শুরু করেন। প্রথমে বিষয়টি সর্ম্পকে শুনতে চাই। পরে, খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পুরো টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকাটিই দুর্বৃত্তদের দখলে। যখন তখন দুর্বৃত্তদের কবলে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা
নেয়া জরুরি হয়ে উঠেছে। ঘটনার পর রাত ২টার দিকে রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন বলেও জানান তিনি।
/এসএইচ
Leave a reply