সব ষড়যন্ত্র ব্যর্থ করে আগামী নির্বাচনেও জয়ী হবে আওয়ামী লীগ: ইঞ্জিনিয়ার মোশাররফ

|

যত ষড়যন্ত্রই হোক, আগামী নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে আওয়ামী লীগ। এমন মন্তব্য করেছেন দলের সভাপতিমন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

শুক্রবার (১১ আগস্ট) দুপুরে ধানমন্ডি-৩২ এ স্বেচ্ছাসেবক লীগের শোক দিবসের আলোচনায় তিনি একথা বলেন।

এ সময় তিনি বলেন, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার উদ্দেশ্য ব্যর্থ হয়েছে বিএনপির, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। তবে ষড়যন্ত্র এখনও চলছে। চক্রান্ত রুখতে না পারলে সাম্প্রদায়িক অপশক্তির কাছে হেরে যাবে বাংলাদেশ।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, বিএনপি- জামায়াতের লক্ষ্যই গণতান্ত্রিক ধারা ব্যাহত করা। সংবিধানকে পদদলিত করতে চায় তারা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply