নেত্রীর আত্মহত্যার জেরে বিজেপি নেতা বহিষ্কার

|

ভারতের আসাম থেকে দলের এক নেতাকে বহিষ্কার করেছে ক্ষমতাসীন বিজেপি। দলের এক নেত্রীর আত্মহত্যার সাথে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস’র।

শুক্রবার (১১ আগস্ট) বিজেপির সহযোগী সংগঠন বিজেপি কিষান মোর্চার ওই নেত্রী গুয়াহাটিতে তার বাসভবনে আত্মহত্যা করেন। নিহতের নাম, ইন্দ্রাণী তাহবিলদার (৪৪)। তিনি গত ৫ বছর ধরে গুয়াহাটি জেলায় বসবাস করছিলেন।

সংবাদ সূত্রের খবর, সামাজিক যোগাযোগমাধ্যমে বিজেপির ওই নেতার সঙ্গে এই নেত্রীর ঘনিষ্ঠ ছবি ভাইরাল হলে তিনি এ কাজ করেছেন। ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ জানায়, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিষাক্ত কোনো কিছু খেয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর আসল ঘটনা জানা যাবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply