দু’দফা ভূমিকম্পে বিধ্বস্ত জাপানের হোক্কাইডো

|

শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত জাপানের হোক্কাইডো।

৬ দশমিক ৭ এবং ৫ দশমিক ৫ মাত্রার দু’দফা শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত জাপানের হোক্কাইডো দ্বীপ। এখন পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ, নিখোঁজ রয়েছে ৪০ জন। আহত হয়েছে শতাধিক মানুষ।

দুর্যোগের ফলে দ্বীপটিতে প্রায় ৩০ লাখ ঘরবাড়ি ও প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ধসে পড়েছে অসংখ্য স্থাপনা। ভূমিধস হয়েছে বেশ কয়েকটি শহর ও গ্রামে।

জাপানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে ২০ মিনিটের ব্যবধানে অনুভূত হয় দুটি ভূমিকম্প। ভূপৃষ্ঠের ২৪ মাইল গভীরে ছিল কম্পনের উৎপত্তিস্থল। এরপর, প্রায় ৫০টি আফটারশক হয় ঐ দ্বীপে। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তুপের নিচে অনেকে আটকা পড়ে আছেন। হতাহতদের সন্ধানে বড় পরিসরে চলছে উদ্ধারকাজ। দুর্গতদের ত্রাণ সরবরাহে কাজ করছে ৪ হাজার সেনা সদস্য। উদ্ধারকাজে গতি আনতে অতিরিক্ত ২১ হাজার সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply