যে শর্তে পিএসজিতে চুক্তি বাড়াচ্ছেন এমবাপ্পে!

|

ছবি: সংগৃহীত

লিগ ওয়ানের প্রথম ম্যাচে পিএসজির মূল দলে জায়গা না পেলেও দ্বিতীয় ম্যাচের আগেই স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে কিলিয়ান এমবাপ্পেকে। পিএসজি বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। এমবাপ্পের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেছে প্যারিসের ক্লাবটি।

ওই আলোচনার মূল বিষয় পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তি নবায়ন করা। সংবাদ মাধ্যম ফুট মার্কেতো দাবি করেছে, পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা হয়েছে ফ্রান্স স্ট্রাইকারের। তিনি চুক্তি নবায়ন করতে সম্মত হয়েছেন।

তবে ফরাসি এই তারকা একটি শর্ত দিয়েছেন। ২০২৫ সাল পর্যন্ত ঐচ্ছিক চুক্তির শর্তে তিনি সই করবেন। তবে চলতি মৌসুম শেষ করেই অর্থাৎ ২০২৪ সালের জুনে তাকে ক্লাব ছাড়ার নিশ্চয়তা দিতে হবে। পিএসজিও নাকি ফরাসি তারকার ওই শর্তে ইতিবাচক সাড়া দিয়েছে। চুক্তি নবায়ন করে এমবাপ্পের ক্লাব ছাড়ার প্রস্তাবে পিএসজির সাড়া দেয়ার কারণ পরিষ্কার। ফ্রিতে ২৪ বছর বয়সী এই স্ট্রাইকারকে ক্লাব ছাড়তে না দেয়া। এতে করে এমবাপ্পের থেকে চলতি বছরের সার্ভিস পাবে লা প্যারিসিয়ানরা।

/আরআইএম



সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply