দুই বছরের চুক্তিতে আল হিলালে যাচ্ছেন নেইমার!

|

ছবি: সংগৃহীত

সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর দাবিই শেষ পর্যন্ত সত্যি হতে যাচ্ছে। ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমার পথ ধরেই সৌদি প্রো লিগে নাম লেখাতে যাচ্ছেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার। সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে নেইমারের দলবদলে সম্মত হয়েছে পিএসজি। বিবিসি জানিয়েছে, নেইমারের জন্য ৯ কোটি ইউরো দেবে আল হিলাল। এর সঙ্গে ‘অ্যাড অনস’ (অন্যান্য শর্তসাপেক্ষে) বাবদ দলবদলের খরচটা আরেকটু বাড়বে।

২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি ২২ কোটি ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লেখান নেইমার। তবে ছয় বছরের অধ্যায়ে ক্লাবটির প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। সবশেষ মৌসুমে তো সমর্থকদের দুয়োও শুনতে হয় ৩১ বছর বয়সী ফরোয়ার্ডকে।

পিএসজিতে বছরে আড়াই কোটি ইউরো বেতন পান নেইমার। আল হিলালে মৌসুমপ্রতি ১৬ কোটি ইউরো পাবেন, এমন গুঞ্জন আছে। দুই মৌসুমের নেইমারকে ৩২ কোটি ইউরো বেতনের প্রস্তাব দিয়েছে আল হিলাল জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্তে। ব্রাজিল তারকা পিএসজিতে ১৭৩ ম্যাচ (১১৮ গোল) খেলে ১৩টি শিরোপা জিতিয়েছেন। পাঁচবার জিতেছেন লিগ ওয়ানে, ২০২০ সালে চ্যাম্পিয়নস লিগ ফাইনালেও উঠেছেন।

নেইমারের আগে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পেকেও দলে ভেড়ানোর চেষ্টা করে আল হিলাল। তবে পিএসজি ছেড়ে গত মাসে মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। ২৪ বছর বয়সী এমবাপ্পের জন্য আল হিলালের ২০ কোটি ইউরোর প্রস্তাব অবশ্য গ্রহণ করেছিল প্যারিসের ক্লাবটি। তবে তা ফিরিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড।

শেষ পর্যন্ত নেইমারকে আল হিলাল চুক্তিবদ্ধ করতে পারলে সৌদি ফুটবলের ইতিহাসে তা বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে থাকবে। ইউরোপের শীর্ষ দলগুলো থেকে এরই মধ্যে বেশ কয়েকজন বড় মাপের তারকাকে দলে টেনেছে দেশটির কয়েকটি ক্লাব; তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হলো- করিম বেনজেমা, জর্ডান হেন্ডারসন, রুবেন নেভেস, রবের্তো ফিরমিনো, সাদিও মানে, এনগোলো কান্তে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply