টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন হাসারাঙ্গা

|

ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। রঙিন পোশাকে মনোযোগ দিতেই এমন সিদ্ধান্ত ২৬ বছর বয়সী এই ক্রিকেটারের।

সাদা বলে শ্রীলঙ্কার অন্যতম বড় অস্ত্র হাসারাঙ্গা অবশ্য টেস্টে নিয়মিত ছিলেন না। ৪ টেস্ট ক্যারিয়ারের সর্বশেষ ম্যাচটি তিনি খেলেছেন ২০২১ সালে। পাল্লেকেলেতে সেই ম্যাচ ছিল বাংলাদেশের বিপক্ষে। শ্রীলঙ্কার হয়ে টেস্টে মাত্র চারটি ম্যাচ খেলেছেন হাসারাঙ্গা। ২৮ গড়ে করেছেন ১৯৬ রান। আর বল হাতে নিয়েছেন ৪ উইকেট।

টেস্টে সাদামাটা পারফরমেন্স হলেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আছেন দারুণ ছন্দে। আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৮ম স্থানে আছেন তিনি। আর টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ৫ম স্থানে অবস্থান তার। সবমিলিয়ে শর্টার ফরম্যাটে নিজের সেরাটা দিতেই টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন হাসারাঙ্গা। এই সিদ্ধান্তের কথা এরইমধ্যে লঙ্কান ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন তিনি।

এই বিষয়ে এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা বলেন, আমরা তার সিদ্ধান্ত মেনে নিচ্ছি। আশা করি, সাদা বলের ক্রিকেটে সামনের পথচলায় হাসারাঙ্গা আমাদের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply