দেশে সাক্ষরতার হার ৭২.৯ শতাংশ

|

দেশে এখন সাক্ষরতার হার ৭২.৯ শতাংশ বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০১৮ উপলক্ষ্যে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী।

দেশে বিদ্যমান ৩ কোটি ২৫ লাখ নিরক্ষরকে সাক্ষরতা জ্ঞান প্রদানের ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রতিটি জেলায় একটি করে জীবিকায়ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে বলে জানান তিনি। এ বছর সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য ‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি।’

পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা কতদিন চলবে— সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মোস্তাফিজুর রহমান বলেন, যতদিন সরকার এ সিদ্ধান্ত বহাল রাখবে, ততদিন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চলবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিক শিক্ষা ৮ম শ্রেণি পর্যন্ত করার বিষয়টি এখনও পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে এটির বাস্তবায়ন হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply