সাঈদীকে চিকিৎসাসেবা দেয়া চিকিৎসককে হুমকি, গ্রেফতার ২

|

গ্রেফতার তাফসিরুল ইসলাম।

মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীকে চিকিৎসাসেবা দেয়া চিকিৎসক ডা. এস এম মোস্তফা জামানকে হুমকির অভিযোগে তাফসিরুল ইসলাম নামের এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব জানিয়েছে, ঝিনাইদহ থেকে তাকে গ্রেফতার করা হয়। তাফসিরুল একজন আইটি এক্সপার্ট। ভয়ভীতি দেখানোর জন্যই চিকিৎসককে মেসেজ দিয়েছিল সে। তাফসিরুল ফেসবুকে শিবিরের বিভিন্ন পেজের এডমিন। এছাড়া, রাজধানীর উত্তরা থেকে হাফিজা মাহবুবা বৃষ্টি নামে এক নারীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট।

হুমকির পর রাজধানীর ধানমন্ডি থানায় ওই চিকিৎসক সাধারণ ডায়েরি করার পর তাদের দুইজনকে গ্রেফতার করা হয়।

গত রোববার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বুকে ব্যথাজনিত সমস্যার কারণে দেলাওয়ার হোসাইন সাঈদীকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে ওইদিনই রাত ১০টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয় সাঈদীকে। সোমবার (১৪ আগস্ট) রাতে বিএসএমএমইউ-তে চিকিৎসাধীন অবস্থায় দেলাওয়ার হোসাইন সাঈদী মারা যান।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply