অনুমানের ওপর নির্ভর করে বলেছি: অর্থমন্ত্রী

|

আগামী ২৭ ডিসেম্বর ভোট হতে পারে নিজের এমন মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বলেছেন, অনুমান থেকে তিনি ওই কথা বলেছেন। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী।

আবুল মাল আবদুল মুহিত বলেন, নির্বাচনকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। আর ভোটের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। আসছে ভোটে অংশ না নিলেও নির্বাচনকালীন সরকারে নিজের থাকার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন নিয়ে বিএনপির দাবি স্বপ্ন ছাড়া কিছুই না-এমন মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, আগামী ডিসেম্বর মাসে নির্বাচন হলে বিএনপি’র তা বর্জন করা ঠিক হবে না।

ড. কামাল, রব, মান্নাসহ সাবেক আওয়ামী লীগ নেতাদের উদ্যোগে গঠিত রাজনৈতিক মোর্চার দাবি-দাওয়াকে অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেন আবুল মাল আবদুল মুহিত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply