আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসির হাত ধরে যুক্তরাষ্ট্রের ফুটবলে হয়েছে নতুন যুগের সূচনা। এই আর্জেন্টাইনের পথ অনুসরণ করে মেজর লিগ সকারে নাম লিখিয়েছেন তারই সাবেক দুই বার্সা সতীর্থ সার্জিও বুস্কেটস ও জর্দি আলবা। লা লিগার পর ইন্টার মায়ামি’র জার্সিতে ফুটবল মাতাচ্ছেন এই ত্রয়ী।
এবার মেসির দেখানো পথে যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে ইচ্ছা প্রকাশ করেছেন অ্যাটলেটিকো মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিজমান। জানান, মেজর লিগ সকারের নিয়মিত খোঁজ খবর রাখার পাশাপাশি সেখানে খেলার প্রতিও আগ্রহ প্রকাশ করেন তিনি।
আঁতোয়ান গ্রিজমান বলেন, হ্যাঁ, আমি এটা (ইন্টার মায়ামির খেলা) অনুসরণ করি। লিও মেসি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। সে যখন থেকে যুক্তরাষ্ট্রে এসেছে, তার ম্যাচের সময় পুরো স্টেডিয়াম ভরে যায়। সে ম্যাচও জিতছে। আমি যদ্দুর জানি, তারা এখন নাশভিলের বিপক্ষে একটি ফাইনাল খেলবে।
মেসির প্রশংসা করে এই ফরাসি ফরোয়ার্ড জানান এই আর্জেন্টাইনকে দলে ভিড়িয়ে নিজেদের সেরা বিজ্ঞাপন করেছে মেজর লিগ সকার। যা দেশটির ফুটবলের প্রতিচ্ছবি হতে পারে বলে মনে করেন তিনি। পাশাপাশি স্বপ্ন দেখেন মেসির লিগে খেলার।
তিনি আরও যোগ করে বলেন, সে অসাধারণ একজন ফুটবলার। নিজেদের বিজ্ঞাপনের জন্য এমএলএস মেসিকে নিয়ে এসে সবচেয়ে ভালো কাজটি করেছে বলে আমার মনে হয়। যুক্তরাষ্ট্রের ফুটবলের প্রতিচ্ছবি হতে পারে সে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলা, এটা আমার লক্ষ্য। আমার ক্যারিয়ারটা আমি সেখানে শেষ করতে চাই। আমি লিগটা উপভোগ করতে চাই।
গত মৌসুমেও লা লিগার সেরা ফুটবলারদের একজন ছিলেন গ্রিজমান। অ্যাটলেটিকোর হয়ে গোল করেছিলেন ১৫টি। এছাড়াও, সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৬টি গোল, যা ছিল লিগের সবার মধ্যে সর্বোচ্চ।
/আরআইএম
Leave a reply