নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হবে, গণমিছিলে মির্জা আব্বাস

|

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে, রাজধানীর গুলশানে একদফা দাবিতে উত্তর বিএনপির গণমিছিলে তিনি এ মন্তব্য করেন। বলেন, বিএনপির মিছিলে এত মানুষের একটাই কারণ, এই সরকারকে দেশবাসী দেখতে চায় না। এসময়, দেশের মানুষ আন্দোলন করতে শিখেছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়ার মুক্তি নিয়ে কোনো আপোষ হবে না। পুলিশ প্রশাসনকে রাষ্ট্রের কর্মচারী উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, পুলিশ প্রশাসন, আপনারা রাষ্ট্রের কর্মচারী। নিরপেক্ষ ভূমিকা পালন করুন।

গণমিছিলে বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, বাংলাদেশে শেখ হাসিনার সংবিধান চলবে না। নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে। হাসিনাকে বিদায় নিতেই হিবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা হবে তারেক রহমানের নেতৃত্বে।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply