এখন দেশের প্রধান শত্রু ডেঙ্গু ও বিএনপি। ডেঙ্গুর মতোই ভয়ঙ্কর বিএনপিকে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, ডেঙ্গুর চেয়ে ভয়ঙ্কর বিএনপি থেকে সাবধান।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
শনিবার (১৯ আগস্ট) সকালে রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচিতে এ কথা বলেন তিনি। বলেন, বাঁচতে হলে ভয়ঙ্কর ডেঙ্গুর বিরুদ্ধে লড়তে হবে জনসচেতনতার মাধ্যমে। শুধু রাজনীতি করলে হবে না। মানুষকে বাঁচানোর রাজনীতি সবার আগে করতে হবে।
ওবায়দুল কাদের বলেন, মানুষ যেমন ডেঙ্গুর হাতে নিরাপদ নয় তেমনি, বাংলাদেশের গণতন্ত্র বিএনপির হাতে নিরাপদ নয়। তাই ডেঙ্গুর মতো বিএনপি থেকে জনগণকে সাবধানে থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি। সমন্বিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু বিরোধী অভিযান জোরদার করা উচিত বলেও জানান ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতার জন্য আমেরিকার দিকে তাকিয়ে আছে। কেন নিষেধাজ্ঞা ও ভিসা নীতি আসছে না, তা নিয়ে চিন্তিত বিএনপি। এসব চিন্তা করে মির্জা ফখরুলের রাতের ঘুম হারাম। আওয়ামী লীগ তাকিয়ে আছে জনগণের দিকে। আমাদের ক্ষমতায় বসাবে দেশের জনগণ।
/এম ই
Leave a reply