‘রিজার্ভ চুরির হোতা উত্তর কোরিয়ার নাগরিক’

|

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির হোতার নাম-পরিচয় প্রকাশ করলো, যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার, দেশটির বিচার বিভাগ উত্তর কোরীয় এই নাগরিক’কে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করে। সংবাদ বিবৃতিতে জানানো হয়, কিম জং উন প্রশাসনের নির্দেশেই এই হ্যাকিং চালিয়েছিলো পার্ক জিন হিওক নামের এই হ্যাকার।

অভিযোগপত্রে বলা হয়, ভুয়া ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে চাকরির আবেদন করেন তিনি। যার সাথে, একটি জীবন-বৃত্তান্ত সংযুক্ত ছিলো। ব্যাংক কর্মকর্তারা যখন সেই মেইলে ক্লিক করে। সেসময়ই, মূল নেটওয়ার্ক হ্যাক করে, রিজার্ভে প্রবেশের সুযোগ পায় পার্ক জিন।

টার্মিনাল নিয়ন্ত্রণ আর সুরক্ষা সংস্থা- সুইফট’কে অবহিত করার আগেই, নিউইয়র্কের ফেডারেল ব্যাংকে সংরক্ষিত ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। এরমাঝে, দুই কোটি ডলারের লোপাট আটকানো গেলেও; উদ্ধার হয়নি ফিলিপাইনের বাজারে ছড়িয়ে পড়া বাকি অর্থ।

কোরিয়ান এই হ্যাকারের বিরূদ্ধে, ২০১৪ সালে সনি পিকচার্সের ওয়েবসাইট হ্যাক এবং গেলো বছর ‘ওয়ানাক্রাই র‍্যানসমওয়্যার’ ছড়ানোর অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র পার্ক এবং তিনি ‘চোসান এক্সপো’ নামে যে প্রতিষ্ঠানে কাজ করতেন; তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply