দুর্বল হয়ে যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোর দিকে যাচ্ছে হারিকেন ‘হিলারি’

|

দুর্বল হয়ে পড়ছে হারিকেন হিলারি। যুক্তরাষ্ট্রের ভূভাগ থেকে রোববার ঘূর্ণিঝড়টি সরে যাচ্ছে মেক্সিকোর প্রশান্ত উপকূলের দিকে।

মার্কিন আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ক্যাটাগরি- টু ঝড়ে পরিণত হওয়া হিলারির বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৭৫ কিলোমিটার। যার প্রভাবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং মেক্সিকোর বাজা উপকূলে হচ্ছে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সর্বোচ্চ ২৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ক্যালিফোর্নিয়ায় আকস্মিক বন্যার পূর্বাভাস দিয়ে রেখেছেন আবহাওয়াবিদরা; হতে পারে ভূমিধসও। সেখানকার দুই কোটি ৬০ লাখ বাসিন্দাকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।

এদিকে হারিকেনের প্রভাব মোকাবেলায় ১৮ হাজার সেনা সদস্যকে প্রস্তুত রেখেছে মেক্সিকো। নীচু এলাকা এবং সমুদ্র উপকূল থেকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে। অঞ্চলটিতে ৮০ বছরের ইতিহাসে ‘হিলারি’ সবচেয়ে শক্তিশালী মৌসুমী ঝড়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply