কীটনাশক নিয়ে সমালোচনাকারীরা ব্যবসায়ী: মেয়র তাপস

|

যারা সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রম ও কীটনাশক নিয়ে সমালোচনা করছেন, তারা কীটতত্ত্ববিদ নয়। তারা ব্যবসায়ী বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার (২৩ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন তিনি।

শেখ ফজলে নূর তাপস বলেন, শনিবার থেকে সিটি করপোরেশন বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করবে। যে ওয়ার্ডে সাত দিনে ১০ জনের বেশি রোগী পাওয়া যাবে সেই স্থানে এই অভিযান করা হবে। আর ডেঙ্গু প্রতিরোধে বাসা-বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ সবাইকে সচেতন হতে আহ্বান জানান তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply