পিএসজির অধিনায়ক নির্বাচনে চতুর্থ হয়েছেন এমবাপ্পে

|

ছবি: সংগৃহীত

ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) সেরা তারকার নাম কিলিয়ান এমবাপ্পে। স্বাভাবিকভাবেই ক্লাবের অধিনায়ক হিসেবে তাকেই সবার পছন্দ করার কথা। কিন্তু পিএসজির অধিনায়ক নির্বাচনে চতুর্থ হয়েছেন এ ফরাসি তারকা ফরোয়ার্ড।

পিএসজির নতুন অধিনায়ক নির্বাচনের ভার খেলোয়াড়দের ওপর ছেড়ে দেন কোচ লুইস এনরিকে। গোপন ব্যালটে ভোট দেন ফুটবলাররা। যেখানে সবচেয়ে বেশি ভোট পেয়ে অধিনায়ক নির্বাচিত হয়েছে দলটির ব্রাজিলিয়ান তারকা ডিফেন্ডার মার্কুইনোস।

মার্কুইনোসের পরে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন পিএসজির পর্তুগিজ ডিফেন্ডার দানিলো পেরেইরা। তৃতীয় হয়েছেন পিএসজির ফ্রান্স ডিফেন্ডার প্রিন্সেল কিম্পেম্বে। চতুর্থ হওয়ায় কিলিয়ান এমবাপ্পে পিএসজির সহ-অধিনায়ক হিসেবে থাকবেন। প্রথম তিনজন কোন কারণে মাঠে না থাকলে আর্মব্যান্ড পরবেন তিনি।

উল্লেখ্য, ২০২৩–২৪ মৌসুম শেষ করেই পিএসজি ছাড়তে চান এমবাপ্পে। এই খবরের পর ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে তার দূরত্ব সৃষ্টি হয়। এর জেরে প্রাক–মৌসুম প্রস্তুতির সফরের দল থেকে বাদ পড়েন তিনি। শেষ পর্যন্ত গত সপ্তাহে মূল দলের হয়ে ফেরেন ফরাসি তারকা।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply