উত্তরবঙ্গের পথে আওয়ামী লীগের প্রতিনিধি দল

|

নির্বাচন সামনে রেখে সরকারের উন্নয়ন কাজ তৃণমূলে পৌঁছে দিতে এবং দলকে শক্তিশালী করতেই উত্তরাঞ্চলে আওয়ামী লীগের ট্রেন সফর। এ কথা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে কমলাপুর রেলস্টেশনে দলের ট্রেন সফর শুরু আগে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

দুই দিনের সফরে এই টিমের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

একাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে গঠিত ১৫টি সাংগঠনিক দলের চলমান সফরের অংশ হিসেবে শনিবার সকাল ৮টায় কমলাপুর রেলস্টেশন থেকে ‘নীলসাগর’ এক্সপ্রেসে চড়ে আওয়ামী লীগের প্রতিনিধিদল উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশব্যাপি দলকে শক্তিশালী করতে, ভবিষ্যতে নৌ ও সড়ক পথেও সফর করা হবে। তৃণমূলের মানুষ যাতে বিএনপি জামায়াতের গুজবের রাজনীতির বিষয়ে সচেতন থাকে, সে বিষয়ে দলের এই সাংগঠিক কার্যক্রম গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।

এ সফরে উত্তরাঞ্চলের বিভিন্ন রেলস্টেশনে ১০টিরও বেশি পথসভা করার কথা রয়েছে। যাত্রাপথে তিনি টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর ও নীলফামারী জেলার অন্তর্ভুক্ত রেলস্টেশনগুলোতে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য দেবেন।

যমুনা অনলাইন: আরএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply