শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’ ঘিরে রেখেছে পুলিশ

|

শাহরুখ খানের মুম্বাইয়ের বাড়ি ‘মান্নাত’ চারদিক দিয়ে ঘিরে রেখেছে পুলিশ। শনিবার (২৬ আগস্ট) থেকে বাড়ানো হয়েছে এই বলি তারকার নিরাপত্তা ব্যবস্থা। খবর ইন্ডিয়া ট্যুডের।

শাহরুখের বাংলো ‘মান্নাত’র বাইরে সম্প্রতি আনটাচ ইন্ডিয়া নামক একটি সংগঠন বিক্ষোভ পালন করেছে। তাদের অভিযোগ, সম্প্রতি বেশ কিছু বলিউড তারকারা অনলাইন গেমিংয়ের বিজ্ঞাপনে অংশ নিচ্ছেন। যা যুব সমাজকে বিপথগামী করছে।

প্রসঙ্গত, সম্প্রতি এই তারকা ‘এ২৩’ নামক একটি অনলাইন গেমিং অ্যাপের মডেল হয়েছেন। তাকে প্রচারণাতেও অংশ নিতে দেখা গেছে। আর তাতেই চটেছে এই ফাউন্ডেশনের কর্মীরা। তবে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। সেখান থেকে পুলিশ ৪-৫ জনকে তুলেও নিয়ে যায়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply