নাজমুস সাকিবের বিরুদ্ধে মামলার বিষয়ে জানতে চাইলেন মার্কিন সিনেটর রিক স্কট

|

কানাডাভিত্তিক নাগরিক টিভির বার্তা প্রধান নাজমুস সাকিবের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা সম্পর্কে জানতে চেয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রা‌জ্যের সিনেটর রিক স্কট। ঢাকার মার্কিন দূতাবাসে চিঠি দিয়ে এ সংক্রান্ত বিষয়ে জানতে চান তিনি।

গত ২৬ জুলাই রিক স্কটের চিঠির জবাব দেয় ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাসের কনস্যুল জেনারেল নাথান ডি ফ্লক স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন ধারা সম্পর্কে যুক্তরাষ্ট্র সরকারের উদ্বেগ রয়েছে। রাষ্ট্রদূত পিটার হাস ও অন্যান্য সিনিয়র কর্মকর্তারা ইতোমধ্যে অংশীজনদের সঙ্গে এসব উদ্বেগের বিষয়ে যোগাযোগ অব্যাহত রেখেছেন।

এছাড়া, যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইটে উল্লেখিত আইনজীবীদের সহায়তা যদি নাজমুস সাকিব চান, তাহলে নিতে পারেন বলেও ওই চিঠিতে পরামর্শ দেয়া হয়।

উল্লেখ্য, গত জুনে নাজমুস সাকিবের বিরুদ্ধে চট্টগ্রামের চকবাজার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply