চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রামে একটি বাসে তল্লাশি চালিয়ে এক কেজি হেরোইন জব্দ করেছে বিজিবি।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকায় ঝিনাইদহ থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় বিজিবি। এ সময় একটি ব্যাগ থেকে এক কেজি হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা। তবে ব্যাগটির মালিক কে তা শনাক্ত করা যায়নি।
চট্টগ্রামকে রুট হিসেবে ব্যবহার করে হেরোইন বাইরে পাচার হচ্ছে বলে জানান বিজিবির কর্মকর্তারা।
এটিএম/
Leave a reply