অভয়ারণ্য থেকে বেরিয়ে সুইমিংপুলে আটকা হরিণ, পুলিশি অভিযানে উদ্ধার

|

সংগৃহীত ছবি

সুইমিং পুলে আটকে পড়া এক হরিণের জঙ্গলে ফেরার ঘটনা সাড়া ফেলেছে যুক্তরাষ্ট্রে। ম্যাসাচুসেটস পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয় প্রাণীটিকে। খবর স্কাই নিউজ’র।

অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ধরা পড়ে পুলিশের বডিক্যামে। কাছাকাছি অভয়ারণ্য থেকে লোকালয়ে ঢুকে পড়েছিল ছোট হরিণটি। এরপর ভবনের পেছনের সুইমিং পুলে নেমে আটকে যায় একটি জালের সাথে। বারবার চেষ্টা করেও সেটি বের হতে পারছিল না। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযানে যায় পুলিশ। অনেক চেষ্টার পর জাল থেকে হরিণটিকে বের করে আনেন কর্মকর্তারা। খবর এমএসএন’র।

ভিডিওতে দেখা যায়, আচমকা অনেক মানুষ দেখে ভয় পেয়ে যায় ছোট প্রাণীটি। শান্ত করার আপ্রাণ চেষ্টা করেন পুলিশ কর্মকর্তা। এরপরও সাঁতরে ছোট্ট সুইমিং পুলের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটতে থাকে হরিণটি। পানি থেকে ওঠার চেষ্টা করলেও পিছলে যায় বারবারই। শেষমেশ এক কর্মকর্তা একটি লাঠি ব্যবহার করে উপরে ঠেলে দেন হরিণটিকে। তীরে উঠেই এটি দৌঁড়ে ছুটে যায় জঙ্গলের দিকে। ম্যাসাচুসেটসের পুলিশ বিভাগের ফেসবুক পেইজে পোস্ট করা হয় ভিডিওটি।

/এআই/এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply