বিশেষ হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

|

বিশেষায়িত বেসরকারি হাসপাতালে কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সুবিধা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। কাল শুনানি হতে পারে।

আজ দুপুরে খালেদা জিয়ার পক্ষে হাইকোর্টে এই রিট করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন ও আইনজীবী এম মাহবুব উদ্দিন খোকন।

গত বুধবার থেকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারের ভেতরে স্থাপিত অস্থায়ী আদালতে খালেদা জিয়ার অসম্পন্ন বিচার শুরু হয়েছে। সেখানে হাজির হয়ে শারীরিক অসুস্থতার কথা বলেছিলেন বিএনপি চেয়ারপারসন।

এর আগে মঙ্গলবার নিরাপত্তাজনিত কারণে ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের ৭ নম্বর কক্ষকে বিশেষ জজ আদালত-৫ হিসেবে ঘোষণা করা হয়। সাত মাস ধরে এই কারাগারে বন্দি আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ৫ বছর কারাদণ্ড দেয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply