তেলের মূল্যবৃদ্ধি এবং রুপির দরপতনের প্রতিবাদে ভারতজুড়ে ‘বনধ’

|

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রুপির দরপতনের প্রতিবাদে ডাকা ‘বনধ’-কে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পুরো ভারত। সোমবার সকাল থেকে এই ‘বনধের’ ডাক দেয় কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট।

প্রতিবাদ-কর্মসূচি সফল করতে সকাল থেকেই ভারতের বিভিন্ন রাজ্যের রেলপথ অবরোধ করেন বিক্ষোভকারীরা। অবস্থান কর্মসূচি চলছে প্রধান প্রধান সড়কগুলোতে। রেল চলাচল বন্ধ রয়েছে বিহার, ওড়িশা, ঝাড়খন্ড এবং অন্ধ্র প্রদেশে। অবরোধের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে বিহার রাজ্যে। সরকারি গণপরিবহনের পাশাপাশি বন্ধ আছে সব ধরনের বেসরকারি পরিবহন সেবা। গেল কয়েকমাস ধরেই পেট্রোল-ডিজেলসহ সবধরনের জ্বালানি তেলের দাম বেড়েছে ভারতে।

অন্যদিকে, কমেছে ডলারের বিপরীতে রুপির দাম। প্রতিবাদে দেশজুড়ে অবরোধের ডাক দেয় কংগ্রেস। তাতে সমর্থন জানায়, সমাজবাদী পার্টি, ডিএমকে, এমডিকেসহ বামদলগুলো।

যমুনা অনলাইন: এটি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply