রেকর্ড গড়ে ইউএস ওপেনের সেমিতে জোকোভিচ

|

ছবি: সংগৃহীত

একের পর এক রেকর্ড ভেঙেই চলছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। ইউএস ওপেনে যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজকে হারিয়ে পুরুষ এককের সেমিফাইনালে উঠেছেন এই টেনিস তারকা। এই জয়ে আরেক রজার ফেদেরারকে পেছনে ফেলে রেকর্ড ৪৭ বারের মতো গ্র্যান্ডস্লামের শেষ চারে পা রাখলেন এই সার্বিয়ান তারকা।

মঙ্গলবার ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে নবম বাছাইয়ে টেলরের সঙ্গে দীর্ঘ ২ ঘণ্টা ৩৫ মিনিটের লড়াইয়ে ৬-১, ৬-৪, ৬-৪ ব্যবধানে জয় পেয়েছেন জোকোভিচ। এতে করে সর্বোচ্চ ২৩ গ্র্যান্ডস্লাম জেতা জোকোভিচ ২৪তম গ্র্যান্ডস্লাম জয়ের দিকে এগিয়ে গেলেন আরেক ধাপ। ইউএস ওপেনের ফাইনালে উঠলে এক ক্যালেন্ডার ইয়ারে চারটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠার রেকর্ড করবেন এই টেনিস তারকা।

নিউ ইয়র্কের এই গ্র্যান্ড স্লামে শেষ আটের লড়াইয়ে কখনো হারেননি তিনবারের চ্যাম্পিয়ন জোকোভিচ। শেষ চারে তিনি খেলবেন বেন শেল্টনের বিপক্ষে। শেষ আটের অল আমেরিকান লড়াইয়ে ফ্রান্সেস টিয়াফোকে ৩-১ সেটে হারিয়ে প্রথমবার গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছেন শেল্টন।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply