ধাপে ধাপে আগালে বিশ্বকাপে ফাইনাল খেলা সম্ভব: আকরাম

|

ছবি: সংগৃহীত

এশিয়া কাপে বাংলাদেশের ওপর প্রত্যাশা ছিল, কিন্তু ভালো খেলতে ব্যর্থ হয়েছে দল। তবে এখনো সুযোগ আছে বিশ্বকাপে ভালো করার। ধাপে ধাপে আগালে বিশ্বকাপের ফাইনালে পৌঁছানো সম্ভব-বলছেন শ্রীলঙ্কায় অবস্থানরত বিসিবি পরিচালক আকরাম খান। অন্যদিকে, টিম হোটেলে এসে বাংলাদেশের ক্রিকেটের প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ।

টিম হোটেল গ্র‍ান্ড সিনামনের লবিতে আজ সকাল থেকেই বাড়তি নজর ছিল। হাথুরুসিংহের হাঁটাচলা, লঙ্কান কোচ সিলভারউডের সাথে নিক লির গল্প স্বল্প। কিছুক্ষণ পর অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, নির্বাচক রাজ্জাক আর মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামকেও দেখা যায়। সবশেষে এলেন আকরাম খান। বললেন দলের সার্বিক অবস্থা নিয়ে।

আকরাম খান বলেন, এশিয়া কাপে আসলে শক্তির দিক থেকে কিন্তু আমরা নাম্বার থ্রি। ভারত, পাকিস্তানের পরেই আমাদের দলটা ছিল। আমরা সেভাবে পারফর্ম করতে পারিনি। সিনিয়ররা আরও পারফর্ম করলে ভালো হত। সাকিব কালকে থাকলে ম্যাচটা জেতার সম্ভাবনা ছিল। সাকিব, লিটন আউট হওয়ার পরে আসলে আমরা চাপে পড়ে যাই।

সামনেই বিশ্বকাপ, তবে টাইগার শিবিরে এখনো চলছে নানা পরীক্ষা নীরিক্ষা। বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনা জানালেন সাবেক এই অধিনায়ক। আকরাম খান বলেন, বিশ্বকাপের আগে এশিয়া কাপ ভালো টুর্নামেন্ট। এখানে নিজেদের শক্তি, দুর্বলতার জায়গাগুলো দেখা যায়। ভালো খেলাটা জরুরি। এখানে আফগানিস্তানের সাথে ভালো খেলেছি বাকি ম্যাচগুলোতে নিজেদের মতো হয়নি। নিউজিল্যান্ড সিরিজে আমরা নিজেদের মাঠে খেলবো। সম্পূর্ণ সুবিধা নিয়ে ভালো করতে পারলে ইনশাল্লাহ বিশ্বকাপে আমরা ভালো খেলবো।

ঘরের মাঠের অতীত পরিসংখ্যান টেনে এনে আকরাম খান জানালেন, বিশ্বকাপের ফাইনালেও খেলতে পারে বাংলাদেশ দল। তিনি বলেন, বাংলাদেশকে ওয়ানডেতে আসলে বিশ্বের সব দলকে হারিয়েছে। জরুরি হচ্ছে ভালো খেলা। ধাপে ধাপে আগাতে পারলে ফাইনালও খেলতে পারেন। সেই জিনিসটায় আমাদের মনোযোগ দিতে হবে।

হঠাৎ করেই দেখা মিললো পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফের। এশিয়া কাপসহ ভারত পাকিস্তান ইস্যু আর বাংলাদেশের ক্রিকেট নিয়ে ভালোবাসার কথা জানালেন তিনি।

জাকা আশরাফ বলেন, বাংলাদেশের জন্য শুভকামনা। বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেট সম্পর্ক সবসময়ই ভালো। এটাকে আমরা আরও দৃঢ় করতে চাই। ভারতের সাথেও দ্বিপাক্ষিক সিরিজসহ অন্যান্য বিষয়ে সম্পর্ক ধরে রাখতে প্রস্তুত আমরা। রিজার্ভ ডের ব্যাপারে এসিসির সাথে ভারত কথা বলেছিল, আমরাও চেয়েছিলাম এটা হোক। আমরা কোনো বিতর্কে জড়াতে চাইনা, সব ক্রিকেট খেলুড়ে দেশের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply