পদত্যাগ করলেন সিবিএস’র চেয়ারম্যান লেস মুনভেস

|

যৌন নিপীড়নের অভিযোগ উঠায় পদত্যাগ করলেন মার্কিন টিভি চ্যানেল সিবিএস’র শীর্ষ নির্বাহী ও চেয়ারম্যান লেস মুনভেস। রোববার পদত্যাগপত্র জমা দেন পুলিৎজার জয়ী এ মিডিয়া জায়ান্ট।

মুনভেসের স্থলাভিষিক্ত হবেন প্রখ্যাত সাংবাদিক জোসেফ ল্যানিয়েলো। অভিনেত্রী ইলিয়ানা ডগলাসসহ ৬ নারী তার বিরুদ্ধে অভিযোগ তোলার পর গেল জুলাইয়ে তদন্ত শুরু করে সিবিএস নিউজ।

তবে, নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন মুনভেস। দাবি করেন, অতীতে ভুলক্রমে কয়েকজন নারীকে অস্বস্তিকর অবস্থায় ফেললেও তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। তবে ঘটনা নিয়ে তোলপাড়ে পদত্যাগে বাধ্য হন তিনি।

পদত্যাগ করলেও যৌন নিপীড়ন বিরোধী আন্দোলন “মি টু” পরিচালনায় ২০ মিলিয়ন ডলার অনুদান দেবেন তিনি। হলিউড প্রযোজক হার্ভে উইনস্টেইনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রকাশ করে এ বছরই পুলিৎজার পুরস্কার জিতেছেন মুনভেস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply