থানায় ছাত্রলীগ নেতাদের নির্যাতন: তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময় বৃদ্ধি

|

রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগ নেতাদের নির্যাতনের ঘটনায় গঠিত পুলিশের তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেয়ার সময় আরও পাঁচদিন বাড়ানো হয়েছে। তদন্ত শেষ করতে বুধবার (১৩ সেপ্টেম্বর) আরও পাঁচদিন সময় চাইলে তা বাড়ানো হয়।

এর আগে, গত রোববার (১০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভাগীয় তদন্তের জন্য কমিটি গঠনের পর দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছিল।

এদিকে, এই ইস্যুতে মুখ খুলেছেন ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সানজিদা আফরিন। এ ঘটনায় এডিসি হারুন-অর-রশীদের পাশাপাশি তার নামও আলোচনায় আসে।

গণমাধ্যমকে সানজিদা আফরিন জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে হেয় করা হচ্ছে। বারডেম হাসপাতালে তিনি চিকিৎসার জন্যই গিয়েছিলেন। সেখানেই তার স্বামী আজিজুল হক মামুনের নেতৃত্বে কয়েকজন এডিসি হারুনের ওপর হামলা চালায় এবং মারধর করে।

তিনি আরও জানান, এ সময় মারধরের হাত থেকে বাঁচতে এডিসি হারুন ইটিটি রুমের ভেতরে আশ্রয় নেন। থানায় ফোন দেয়ার ১০-১৫ মিনিট পর পুলিশ তাদের উদ্ধার করে বলে দাবি করেন সানজিদা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply