শহিদুল আলমের জামিন নাকচ

|

আলোকচিত্রী শহিদুল আলমের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস। আজ মঙ্গলবার শুনানি শেষে তিনি এ আদেশ দেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় কারাগারে থাকা শহিদুল আলমের জামিনের পক্ষে যুক্তি তুলে ধরেন আইনজীবী সারা হোসেন, এহসানুল হক ও জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন এ আদালতের পিপি আবদুল্লাহ আবু।

গতকাল হাইকোর্ট শহিদুল আলমের আবেদন আজকের মধ্যে নিম্ন আদালতে নিষ্পত্তি করার আদেশ দেন। এর আগে শহিদুল আলম হাইকোর্টে জামিন আবেদন করলে ৪ সেপ্টেম্বর হাইকোর্টের দ্বৈত বেঞ্চের এক বিচারপতি বিব্রত বোধ করেন।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ‘উসকানিমূলক মিথ্যা’ প্রচারের অভিযোগে ৫ আগস্ট গ্রেফতার করা হয় শহিদুল হককে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply