মরক্কোয় জোরালো ভূমিকম্পের এক সপ্তাহ পেরুলেও অনূভূত হচ্ছে ছোট থেকে মাঝারি আকারের আফটারশক। আল-হউজ প্রদেশে জোরালো আফটারশকের পর বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) মারাকেশ শহরেও হয় ৪ দশমিক ৬ মাত্রার কম্পন। খবর রয়টার্সের।
স্থানীয় সময় সন্ধ্যা ৭টা নাগাদ ছড়ায় আতঙ্ক। ১০ কিলোমিটার গভীরে ছিলো উৎপত্তিস্থল। তাতে বিঘ্ন ঘটে উদ্ধার তৎপরতায়। নিরাপদ আশ্রয়ে সরে যান উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবী দল। আগের দিন আল-হউজ প্রদেশেও জোরালো আফটারশক হয়েছিল।
দুর্গম ও প্রত্যন্ত এলাকার ধ্বংসাবশেষ সরানো হলে আরও কয়েকশ মানুষের মরদেহ মিলবে বলে আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে ত্রাণ-উদ্ধার ও সংস্কার কার্যক্রমের জন্য দুই লাখ দিরহামের বেশি তহবিল বরাদ্দ দিয়েছেন রাজা ৬ষ্ঠ মোহাম্মদ।
গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) ঐতিহাসিক নগরী মারাকেশ ও এটলাস পাবর্ত্য এলাকায় হয় জোরালো কম্পন। রিখটার স্কেলে যার মাত্রা ছিলো ৬ দশমিক ৮। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মরদেহ উদ্ধারের সংখ্যা। ভূমিকম্পে প্রাণহানি ছাড়িয়েছে ৩ হাজার। অবশ্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দুই হাজার ৯৪৬ জনের দেহাবশেষ উদ্ধার করা সম্ভব হয়েছে। আহত সাড়ে পাঁচ হাজারের বেশি। অবশ্য স্থানীয়দের দাবি, প্রকৃত সংখ্যা আরও বেশি।
/এএম
Leave a reply