সাকিবের ব্যাটে লড়ছে বাংলাদেশ

|

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরের নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ২৮ রান তুলতেই টপ অর্ডারের ৩ ব্যাটারকে হারায় টাইগাররা। স্রোতের বিপরীতে দলকে একাই টেনে নিয়ে যাচ্ছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই চার মেরে ভালো শুরুর ইঙ্গিত দেন বাঁহাতি ওপেনার তানজিদ তামিম। তবে টাইগার ভক্তদের হতাশ করেছেন লিটন দাস। রানের খাতা খোলার আগেই মোহাম্মদ শামির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন লিটন। শামির গুড লেন্থের সুইং করে ভেতরে ঢোকানো বলের লাইন বুঝতেই পারেননি বাংলাদেশের এই ওপেনার।

এরপর বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। ১২ বলে ১৩ রান করে শার্দুল ঠাকুরের ক্রস সিম ডেলিভারিতে ব্যাটের কানায় লেগে বোল্ড হন তামিম। প্রায় ৯ মাস পর ওয়ানডে দলে ফিরেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ আনামুল হক বিজয়। শারদুল ঠাকুরের খাটো লেন্থের বল তুলে মারতে গিয়ে টপ এজ হয়ে বল উইকেটরক্ষক লোকেশ রাহুলের হাতে ধরে পড়ে। ১১ বলে ৪ রান করে ফেরেন বিজয়।

ফলে ২৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পরে টাইগাররা। ৫ নম্বর পজিশনে এদিন ব্যাট করতে নামেন মেহেদী হাসান মিরাজ। ক্রিজে এসে শুরু থেকেই ধুঁকছিলেন মিরাজ। দুইবার জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি তিনি। দলীয় ৫৯ রানে চতুর্থ ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন মিরাজ। আউট হওয়ার আগে ২৮ বলে এক বাউন্ডারিতে ১৩ রান করেন এই অলরাউন্ডার।

এরপর ক্রিজে আসা তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে পরিস্থিতি সামাল দেন সাকিব। সাবলীল ব্যাটিংয়ে ওয়ানডে ক্যারিয়ারের ৫৫তম ফিফটি তুলে নেন টাইগার অধিনায়ক। অন্যদিকে, সাকিবকে যোগ্য সঙ্গ দিচ্ছেন হৃদয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৩৭ রান। অধিনায়ক সাকিব আল হাসান ব্যাট করছেন ৬৭ রানে এবং তাওহিদ হৃদয় ব্যাট করছেন ৩০ রান নিয়ে।

/আরআইএম/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply