পিয়ংইয়ং যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

|

আগামী সপ্তাহে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সাথে বৈঠক করবেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন। ১৮ সেপ্টেম্বর তিনদিনের সফরে পিয়ংইয়ং যাচ্ছেন তিনি। চলতি বছর কিমের সাথে এটি হবে মুনের তৃতীয় বৈঠক।

মুন জানান, যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সাথে উত্তর কোরিয়ার বৈরি সম্পর্ক ও সামরিক উত্তেজনা প্রশমনে করণীয় সম্পর্কে আলোচনা করবেন তারা। আলোচনায় দুই কোরিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ও থাকবে।

গত সপ্তাহে পিয়ংইয়ংয়ে কিম জং উনের সাথে দেখা করে আলোচনার দিনক্ষণ ঠিক করেন দক্ষিণ কোরীয় প্রতিনিধিরা। কোরিয়া শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে গুরুত্ব পাচ্ছে, দু’দেশের মধ্যে আস্থার সম্পর্ক তৈরি, সশস্ত্র সংঘাত বন্ধ এবং পিয়ংইয়ংয়ের পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়টি।

এর আগে কিম জং উনের অনুরোধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার দ্বিতীয় বৈঠকের প্রস্তুতির কথা জানায় হোয়াইট হাউজ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply