ক্যাথলিক ধর্মযাজকদের বিরুদ্ধে সাড়ে ৩ হাজার শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

|

জার্মানিতে প্রায় ১৭শ’ রোমান ক্যাথলিক ধর্মযাজকের বিরুদ্ধে শিশুদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার শিশুর সংখ্যা তিন হাজার ৬৭৭ জন। ফাঁস হওয়া একটি গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

চার্চ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত অনুসন্ধানে বেরিয়ে আসে, ১৯৪৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত ৭০ বছরে ঘটেছে এসব ঘৃণ্য ঘটনা। জানা গেছে, ধর্ষণের শিকার শিশুর সংখ্যা প্রতি ছয়জনের একজন। নির্যাতনের শিকার বেশিরভাগই ছিল ছেলে শিশু। বেশির ভাগেরই বয়স ১৩ বছরের কম। অভিযুক্তদের মধ্যে বিচার হয়েছে মাত্র ৩৮ শতাংশ ধর্মযাজকের। ২৭টি জার্মান বিশপ স্কুলের ৩৮ হাজার নথির ভিত্তিতে এ গবেষণা চালায় জার্মানির তিনটি বিশ্ববিদ্যালয়। প্রতিবেদনটি প্রকাশ হওয়ার কথা ছিল ২৫ সেপ্টেম্বর। গবেষণার ফলকে ‘ভয়ঙ্কর’ ও ‘লজ্জাজনক’ আখ্যা দিয়েছে কর্তৃপক্ষ।

যমুনা অনলাইন:এফএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply