টানা ঝড়-বৃষ্টিতে বন্যা পরিস্থিতি নিউইয়র্কে

|

ঝড় আর টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে। এ পরিস্থিতিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। খবর এপির।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতভর বৃষ্টি হয় শহরজুড়ে। এখন পর্যন্ত ৭ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে তলিয়ে গেছে প্রধান প্রধান সড়ক, সাবওয়ে, সিটি পার্কসহ বিস্তীর্ণ এলাকা।

কর্তৃপক্ষ জানায়, নিউইয়র্কে মূলত সপ্তাহখানেক ধরেই বৃষ্টি হচ্ছে। তবে বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি হওয়ায় সৃষ্টি হয় বন্যার। শহরের অন্তত চারটি সাবওয়ে লাইন সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়েছে। আংশিক স্থগিত করা হয়েছে আরও ১২টি লাইন। নিউইয়র্ক পুলিশ বিভাগের পক্ষ থেকেও বিভিন্ন সড়ক বন্ধ করে দেওয়ার কথা জানানো হয়েছে। সাবওয়ে লাইনের পাশাপাশি বন্ধ কমিউটার রেল সেবাও।

নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড এবং হাডসন ভ্যালির বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। বাসিন্দাদের দ্রুত উঁচু এলাকায় আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply