গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়িয়ে ৮ হাজার টাকা নির্ধারণ

|

পোশাক শ্রমিকদের ন্যুনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা। নতুন মজুরি কাঠামো অনুযায়ী বর্ধিত হারে ডিসেম্বরের বেতন জানুয়ারি মাসে তুলতে পারবেন শ্রমিক। মুজির বৃদ্ধির হার প্রায় ৫১ শতাংশ।

সচিবালয়ে নতুন মজুরি কাঠামো ঘোষণা করেন শ্রমপ্রতিমন্ত্রী মজিবুল হক। এসময় তিনি বলেন, মূল বেতন হবে ৪ হাজার ১০০ টাকা। এর সঙ্গে বাড়িভাড়া ২ হাজার ৫০ টাকা, চিকিৎসা ভাতা ৬০০ টাকা, যাতায়াত ভাতা ৩৫০ এবং খাদ্য ভাতা নির্ধারণ হয়েছে ৯০০ টাকা।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই বেতন কাঠামো চূড়ান্ত হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তবে ন্যুনতম মজুরি বোর্ডের কাছে মালিকপক্ষ বেতন প্রস্তাব করে ছয় হাজার ৩৬০ টাকা আর শ্রমিক পক্ষ প্রস্তাব করে ১২ হাজার ২০ টাকা। নতুন নির্ধারিত ৮ হাজার টাকা মজুরি দিতে রাজি হয়েছে মালিকপক্ষ এবং শ্রমিকপক্ষ।

এর আগে ২০১৩ সালে সবশেষ পাঁচ হাজার ৩০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করে দেয় সরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply