জাতিসংঘের সহকারি মহাসচিবের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

|

নির্বাচনের পরিবেশ সৃষ্টির দায়িত্ব সরকারের। উপযুক্ত পরিবেশ থাকলে, যে কোনো দলই অংশগ্রহণ করবে। মার্কিন সময় বৃহস্পতিবার জাতিসংঘের সহাকারি মহাসচিব মিরোস্লাভ জেনকার সাথে বৈঠক শেষে এমন কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিউইয়র্কে অনুষ্ঠিত বৈঠকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে জেনকার সাথে কথা বলেন মির্জা ফখরুল। এছাড়া, বাংলাদেশের আসন্ন নির্বাচন এবং মানবাধিকার পরিস্থিতি নিয়েও দু’জনের মধ্যে কথা হয়। এই বৈঠকের পরই, ট্রাম্প প্রশাসনের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে ওয়াশিংটন যাওয়ার কথা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

বাংলাদেশের সাধারণ নির্বাচনকে সামনে রেখে ট্রাম্প প্রশাসনে তদবির চালাতে লবিং ফার্ম ভাড়া করেছে বিএনপি। এমন খবর জানিয়েছে রাজনীতি বিষয়ক আন্তর্জাতিক ম্যাগাজিন পলিটিকো। এতে বলা হয় যুক্তরাষ্ট্রের ‘ব্লু স্টার স্ট্র্যাটেজিস’ এবং ‘রাস্কি পার্টনারস’- এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে বিএনপি।

যমুনা অনলাইন:এফএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply