‘স্থানীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সংসদ সদস্যরা’

|

ফাইল ছবি।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, স্থানীয় উন্নয়ন ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সংসদ সদস্যরা।

শুক্রবার বিকালে হবিগঞ্জের বাহুবলে একটি রিসোর্টে জাতীয় সংসদ সচিবালয় ও ইউএনডিপি বাংলাদেশ এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘রোল অব মেম্বারস অব পার্লামেন্ট ইন মনিটরিং এন্ড ইমপ্লিমেন্টিং এসডিজিস’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসডিজি অর্জনে এমপিদের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, যুব উন্নয়ন, মাদকদ্রব্যের বিস্তার প্রতিরোধ ও বাল্যবিবাহ রোধে কার্যকর ভূমিকা রাখছেন জনপ্রতিনিধিরা, যা তৃণমূলে প্রশংসিত হচ্ছে।

ইউএন এর আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনডিপি’র নিউইয়র্ক টিম লিডার চার্লস স্যাভেল।

যমুনা অনলাইন: কেআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply